বুরকিনা ফাসোকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগাল

স্পোর্টস ডেস্ক : বুরকিনা ফাসোর হৃদয় ভেঙ্গে দিয়ে টানা দ্বিতীয়বার আফ্রিকান নেশন্স কাপের (আফকন) ফাইনালে উঠেছে সেনেগাল। সেমিফাইনালে ৩-১ গোলে জয়লাভ করেছে সাদিও মানের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেছেন তিনি। দলের হয়ে বাকী দুই করেছেন আবদু দিয়ালো এবং ইদ্রিসা গানা গুয়ে।

বুধবার ইয়াউন্ডের আহমেদু আহিদজো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুইবার পেনাল্টি পেয়েও ফসকে গেছে সিসের দলের। কারণ দুইবারেই ভিএআর রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টেছেন কর্তব্যরত ইথিওপিয়ান রেফারি।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে লিড পায় সেনেগাল। ম্যাচের ৭০ মিনিটে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ডিফেন্ডার দিয়ালো বক্সের মধ্যে বল পেয়েই লক্ষ্য ভেদ করেন। ম্যাচের ৭৬ মিনিটে মানের বানিয়ে দেয়া বল জালে জড়িয়ে সেনেগালকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন গুয়ে।

৮২ মিনিটে দর্শনীয় হেডে ব্লাটি তোরে বুরকিনা ফাসোর হয়ে একটি গোল পরিশোধ করার ৫ মিনিট পর মানে গোল করে ব্যবধান পুন:প্রতিষ্ঠিত করেন।

এদিকে সেনেগালের সম্ভাব্য ফাইনাল প্রতিপক্ষ দল দুটি নেশন্স কাপ ইতিহাসে সবচেয়ে সফল দল। দুই দল মিলে জিতে নিয়েছে ১২টি শিরোপা। অপরদিকে তেরাঙ্গার সিংহরা এখনো শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে। আড়াই বছর আগে কায়রোতে অনুষ্ঠিত ফাইনালে তারা হেরে গিয়েছিল আলজেরিয়ার কাছে।

ম্যাচ শেষে সেনেগালের কোচ আলিউ সিসে বলেন, এই জয় আমরা জনগনকে উৎসর্গ করলাম। আজকের বিকেলে আমরা আসলেই তৃপ্ত। এখন আমাদের মুল লক্ষ্য শিরোপা জয় করা। ছেলেরা শিরোপার দাবীদার। কারণ এ জন্য তারা সামর্থ্যের পুরোটা উজাড় করে লড়ছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ যাত্রার আগে নারী ক্রিকেট দলে করোনার হানা
পরবর্তী নিবন্ধএইচএসসি-সমমানের ফল ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে