বুধবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন ট্রাম্প-বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবৃতিতে বলা হয়, বাইডেন ও ট্রাম্প আগামী বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন।

এর আগে গত বুধবার ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ৩০১টি ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি। এখনো একটি অঙ্গরাজ্যের (অ্যারিজোনা) ফল ঘোষণা বাকি।

এদিকে, বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

মার্কিন গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের টিম এরই মধ্যে কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেইসঙ্গে অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি রোধেও কাজ চলছে।

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ বছরপূর্তি। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতিও নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাজধানীর ১৩ স্থানে আজ থেকে মিলবে সুলভমূল্যে ডিম