বুধবার সুনামগঞ্জে আসছেন পানিসম্পদমন্ত্রী

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুনামগঞ্জ সফরে আসছেন আগামী ৪ এপ্রিল বুধবার। পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব মো. মাহবুব হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বেলা ১১টায় পুলিশ লাইন মাঠ হ্যালিপ্যাডে অবতরণ করবেন তিনি। এরপর সুনামগঞ্জ সার্কিট হাউজে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে আগাম বন্যা প্রতিরোধের জন্য বেড়ি বাঁধ নির্মাণ কাজের সমাপ্তি এবং পরবর্তী করণীয় বিষয়ে প্রশাসন, পিইসি’র সদস্যবৃন্দ, উপকারভোগীগণ, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন মন্ত্রী।
মতবিনিময় সভা শেষে দুপুর ১টায় তিনি হেলিকপ্টারে সুনামগঞ্জ জেলার তাহিরপুর, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা উপজেলার বেড়িবাঁধ পরিদর্শন করবেন।
সুনামগঞ্জের পর তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুরী ও মোহনগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলার ইটনা ও মিঠামইন উপজেলার নবনির্মিত বাঁধ পরিদর্শন করবেন।

পূর্ববর্তী নিবন্ধখলা তৈরিতে ব্যস্ত হাওরের কৃষক পরিবার
পরবর্তী নিবন্ধপ্রশ্ন ফাঁসরোধে অভিযোগ অনুযায়ী শাস্তির দৃষ্টান্ত নেই