বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ‘প্রতিবাদ কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার এ কর্মসূচি পালিত হবে।

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সিটি করপোরেশনসহ পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগরে বিএনপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

তবে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুহুল কবির এ সময় বলেন, আপনি এতো বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন? আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারী হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনের পকেট।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, মাহবুবে রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধসাতক্ষীরায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
পরবর্তী নিবন্ধডাক্তার না হয়েও অপারেশন দুঃখজনক: হাইকোর্ট