পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে কুমিল্লার হোমনায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বুধবার বাদ আসর নিজ বাড়িতে জানাজার পর দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম জানান, আজ মঙ্গলবার দুপুর ১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা।
এর আগে কাটাবন মসজিদে এমকে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দলের পক্ষ থেকে নয়াপল্টনে দুপুর ১২টায় দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়েছে।
বুধবার বাদ আসর হোমনায় নিজ বাড়ির পারিবারিক গোরস্তানে তাকে দাফণ করা হবে বলে তিনি জানান।
সোমবার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তী সময় ৫ বার জাতীয় সংসদ সদস্য ও দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।