নিজস্ব প্রতিবেদক: বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন।
রোববার (২৯ ডিসেম্বর) বীমা খাতের সাংবাদিকদের সংগঠন আইআরএফ এর সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কাজিম উদ্দিন বলেন, বীমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বীমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বীমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
তাই নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব বীমা কোম্পানির উচিত বীমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া।
তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে।
আইআরএফ’র সাধারণ সম্পাদক সাখাওয়াত সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআরএফ সভাপতি গাজী আনোয়ার। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির, অর্থ সম্পাদক জাকির হুসাইন, দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আলী রিয়াজ, জাফর আহমদ ও নাজমুল ফারুক।
বিজয়নগরে আল-রাজী টাওয়ারে সিএমজেএফ অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।