বীকন মডেল কলেজে এইচএসসি পরিক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

এস.এম মাছুম বিল্লাহ,ফেনী প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বীকন মডেল কলেজ ফেনীর ২০১৭ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা। প্রধান বক্তা ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ, শিক্ষানুরাগী মাহবুবুল আলম বাবুল, সমাজসেবক মাহবুবুল হক মাবু।
কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক আবুল কালাম, তৌহিদুল ইসলাম, ইকবাল হোসেন ভূঞা। পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইউসুফ আলী রায়হান, ইজহারুল ফাতাহ, উম্মে হাবিবা তামান্না, একাদশ শ্রেনির ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ফারহানা আক্তার, মো. আজাদ, শারমিন আক্তার।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী সালমা আক্তার। পাঠ শেষে একাদশ শ্রেনির শিক্ষার্থীরা মানপত্রটি এইচএসসি পরিক্ষার্থীদের হাতে তুলে দেয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা কলেজের জন্য স্মৃতির নিদর্শন সরুপ কিছু গিফর্ট তুলে দেন কলেজ অধ্যক্ষের হাতে।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের ভাল ফলাফল ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঞা ।

 

পূর্ববর্তী নিবন্ধব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ উৎপাদন করছে ওয়ালটন
পরবর্তী নিবন্ধদেশের সু-শিক্ষিত জনগোষ্ঠিই জাতির শ্রেষ্ঠ সম্পদ: নাজমানারা খানুম