বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা। খুব বেশি সিনেমা করেননি। তবে যে কয়টা করেছেন তা দিয়েই নজর কেড়েছেন দর্শকদের। বলিউডে মাত্র একটি সিনেমা করলেও গোটা ভারতবর্ষে তার জনপ্রিয়তা রয়েছে।
দক্ষিণের ‘অর্জুন রেড্ডি’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান এ তারকা। তার জনপ্রিয়তা এত বেড়ে যায় যে বিজয়ের প্রেম-বিয়ে নিয়ে দর্শকদের আগ্রহ অনেক বেড়ে গেছে।
মুক্তির অপেক্ষায় আছে বিজয়ের সিনেমা ‘খুশি’। এই সিনেমার প্রচারণায় এসে বিজয় ঘোষণা করলেন, বিয়ে করতে এবার প্রস্তুত তিনি। অপেক্ষা শুধু মনের মতো পাত্রীর।
তিনি আরও বলেন, ‘আগে বিয়ের কথা শুনলে রাগ হতো। তবে এখন আর রাগ নয়, বিয়ের বিষয়ে ভাবছেন।’ এ সময় অভিনেতা বলেন, পাত্রী পেলেই বিয়ে করবেন।
বিয়েতে রাজি শুনেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, তাহলে পাত্রী কে হতে পারে?
এদিকে বেশ কয়েক বছর থেকেই গুঞ্জন যে, বিজয় প্রেম করছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার সঙ্গে। ছুটিতে মালদ্বীপে অথবা পারিবারিক উৎসবে একসঙ্গে দেখা গেছে এই দুই তারকাকে। তবে দুজনের কেউই মুখ খোলেননি প্রেমের বিষয়ে।
বিজয় দেবরকোন্ডার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, তালাইবি, ডিয়ার কমরেড, ওয়ার্ল্ড ফেমাস লাভার, মীকু মাথারামে চেপথা, ট্যাক্সিওয়ালা, ডিয়ার কমরেড, লাইফ ইজ বিউটিফুল প্রভৃতি।