বিহারে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের বিহার রাজ্য বিধানসভায় শনিবার সকাল ৭টা থেকে তৃতীয় এবং শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে এই পর্বে ১৯ জেলার ৭৮টি আসনে ভোটগ্রহণ চলছে।  প্রার্থীর সংখ্যা ১ হাজার ২০৪।  তৃতীয় দফায় ভোট দেবেন ২ কোটি ৩৪ লাখ মানুষ।  খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালেই টুইট করে রাজ্যের ভোটারদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফা আজ। রাজ্যের সব ভোটারের কাছে অনুরোধ আপনারা ভোট দিন। গণতন্ত্রকে মজবুত করুন। তবে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না।

তৃতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মীয় তিনি।

বিহারিগঞ্জ ক্ষেত্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিনী শরদ যাদব।

এ ছাড়া এই পর্বে মুজফফরনগর থেকে লড়াই করছেন বিহার বিধানসভার স্পিকার তথা জনতা দল ইউনাউটেড নেতা বিজয়কুমার চৌধুরী এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা সুরেশকুমার শর্মা।

গত ৩ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল। ভোট পড়েছিল ৫৫.৭০ শতাংশ। ৯৪টি আসনে ভোট হয়েছিল ওই দফায়।

দ্বিতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ছিলেন লালুপ্রসাদ যাদবের দুই ছেলে তথা আরজেডি নেতা তেজস্বী ও তেজপ্রতাপ যাদব। ছিলেন শত্রুঘ্ন সিন্হার ছেলে লভ সিন্হা।

বিহারের ভোট প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জানান, করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই ভোট গ্রহণ হয়েছে। আগের দুদফাতেই ভালো সাড়া মিলেছে।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরবর্তী নিবন্ধভারতে ২৪ ঘণ্টায় ৫০ হাজার করোনা রোগী শনাক্ত