বিস্ময়কর আয়তনের ছোট পাঁচ দেশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
12ছোট-বড় মিলিয়ে অনেক দেশ রয়েছে পৃথিবীতে। একেক দেশের একেক ধরন। যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য তেমনি তফাত মানুষের আচার-আচরণে।

সব দেশের আকার-আয়তনও এক নয়। কোনো দেশ আয়তনে বিশাল। আবার কোনো দেশ একেবারে ছোট। কোনো দেশ বড় কোনো শহরের মতো। আবার এমন অনেক দেশ আছে, ১০টি দেশ মিলে একটি দেশের সমান।

বিশ্বের সবচেয়ে ছোট পাঁচটি দেশ সম্পর্কে জানাতে আজকের আয়োজন।

ভ্যাটিকান
ভ্যাটিকান বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। এটি সার্বভৌম রাষ্ট্র। এই দেশটির আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার (১১০ একর)। ২০০৯ সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল প্রায় ১০০০। দেশটি ইতালির পাশে অবস্থিত।

মোনাকো
বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মোনাকো। এর আয়তন ১.৯৬ বর্গ কিলোমিটার। ২০০৬ সালের হিসাব অনুযায়ী দেশটিতে ৩৫ হাজার ৬৫৭ জন মানুষ বাস করে। ভূমধ্যসাগর এলাকার দক্ষিণে দেশটির অবস্থান।

নাউরু
২১ বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। ২০০৫ সালের হিসাবে অনুযায়ী দেশটিতে ১৩ হাজার ৫ জন মানুষের বাস। বিষুবরেখা থেকে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির অবস্থান।

টুভালু
টুভালুর আয়তন ২৬ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ। এখানে বসবাসকারী মানুষের সংখ্যা ১১ হাজার ৯৯২ । এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ দেশ।

স্যান ম্যারিনো
৬১.২ বর্গ কিলোমিটার আয়তনের দেশ স্যান ম্যারিনো। এটি পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যা ২৮ হাজার ১১৭ জন। পূর্ব ইতালির উত্তরে দেশটির অবস্থান।

পূর্ববর্তী নিবন্ধনূর হোসেন আদালতে
পরবর্তী নিবন্ধমে’তে মুক্তি পাবে প্রথম সায়েন্স ফিকশন মুভি