পপুলার২৪নিউজ প্রতিবেদক :
জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে, ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।
এর আগে, ৪ কেটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ থাকার অভিযোগে ১০ দিনের রিমান্ড আবেদন করে দুদক। উভয়পক্ষের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অস্ট্রেলিয়ার ওই দুই ব্যাংকে লোকমান হোসেন ভূইয়ার তার ৪১ কোটি টাকা রয়েছে বলেও অভিযোগ আছে।
গত ২৫শে সেপ্টেম্বর রাতে, তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেপ্তার করে র্যাব।