বিসিবি কর্মকর্তার ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ গুলশান-২ এর ৮১ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি ফ্ল্যাটটি বিসিবির এক কর্মকর্তার।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও তিনি জানান।

জানা গেছে, মৃত গৃহকর্মীর নাম নুন নাহার। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিতা ছিলেন।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে পাঠানো হয়।

তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও এ বিষয়ে তদন্ত চলছে।সুত্র- জাগো নিউজ

পূর্ববর্তী নিবন্ধথানায় আসামির মৃত্যু: দুই পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধ২১ আগস্ট ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন