স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওপেনিংয়ে নেমে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার মোহাম্মদ মিঠুন। বিসিবি সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে এ মাইলফলকে ছুঁলেন তিনি।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিন এই কীর্তি গড়েন মিঠুন। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলেন ২০৬ রানের ঝকঝকে ইনিংস। ৩০৬ বল ও ৪৪৫ মিনিট স্থায়ী তার ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ২৭ চারে।
এর আগে প্রথম শ্রেণিতে ১১২ ম্যাচে মিঠুনের সেঞ্চুরি ছিল ১৩টি। সর্বোচ্চ ছিল ১৮৬ রান। ১১৩তম ম্যাচে এসে পেলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা।
চলতি মৌসুমের শুরুতে ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না মিঠুনের। জাতীয় লিগে ৬ ম্যাচে পঞ্চাশই ছুঁতে পারেননি একবারও, সর্বোচ্চ ছিল ৪৬। হতাশার সেই অধ্যায় পেছনে ফেলে তিনি ঘুরে দাঁড়ান ব্যাটিং পজিশন পরিবর্তন করে।
এবারের বিসিএলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন করতে নেমেই হাঁকান দারুণ এক সেঞ্চুরি। তখনও হাতছানি দিয়েছিল দ্বিশতক। কিন্তু উত্তরাঞ্চলের বিপক্ষে তাকে থামতে হয়েছিল ১৭৬ রানে। এরপর থেকে খেলছেন ওপেনিং পজিশনেই।
শিরোপার লড়াইয়ের মঞ্চে এসে তিনি এবার তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। সেটি এলোও দলের খুব প্রয়োজনের মুহূর্তে, কঠিন চ্যালেঞ্জে জিতে। ১৬ রানে ৪ উইকেট হারিয়ে যখন কাঁপছিল মধ্যাঞ্চল, তখন একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন তিনি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় দ্বিতীয় দিনই শতরানে পা রাখেন ১৫১ বলে।
১০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা মিঠুন বহুল কাঙ্ক্ষিত ডাবলে পা রাখেন ২৮৭ বলে। মেহেদি হাসানের বলে সিঙ্গেল শেষ করতে না করতেই হেলমেট খুলে আকাশের দিকে উঁচিয়ে ধরে শূন্যে লাফিয়ে ওঠেন তিনি। ড্রেসিং রুমের সামনে থাকা দলের বাকিরা করতালিতে জানান অভিনন্দন।
এরপর অবশ্য বেশিক্ষণ টিকেননি মিঠুন। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে হয়ে যান এলবিডব্লিউ। শেষ হওয়া তার চোখধাঁধানো এক ইনিংস।