বিষাক্ত বকুলের গল্পে ইমতু-জারা

বিনোদন ডেস্ক:
ভালোবাসার মাসে অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে প্রেম ও বিরহের গল্পে নির্মিত নাটক ‘বিষাক্ত বকুলের গল্প’। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কাহিনিকার সুদীপ্ত সাইদ খান। রচনাও করেছেন তিনি।

নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশ ও জনপ্রিয় মুখ জারা জয়া। এ জুটি আগেও দর্শক নন্দিত নাটক উপহার দিয়েছেন দর্শকদের।

নির্মাতা সুদীপ্ত সাইদ খান বলেন, ‘ভিউ বাণিজ্যের এই সময়ে বেশির ভাগ নাটকই নির্মিত হয় লোক হাসানোর জন্য। সেখানে স্যাড রোমান্টিক গল্প নিয়ে কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা সেই ঝুঁকিটাই নিয়েছি। আমরা গল্পকেই প্রাধান্য দিয়েছি। আমাদের পুরো টিমের চেষ্টা ছিল একটি সুন্দর কাজ উপহার দেওয়ার। প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। টেকনিশিয়ান টিমের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’

নায়ক ইমতু রাতিশ বলেন, ‘খুব ভালো গল্প, কো আর্টিস্ট, ম্যাকিং সব কিছুই দারুণ ছিল। ফলে কাজের অভিজ্ঞতা দারুণ।’

জারা জয়া বলেন, ‘ব্যতিক্রমী একটা গল্প দেখা যাবে নাটকটিতে। আমাকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি।আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ইউনিটের সবাই খুব সহায়তা করেছে। আশা করছি কাজটা দর্শক পছন্দ করবে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন রকি খান, জয় রায়, তাসনিম ডিম্পল, এইচ এস রোকনসহ আরও অনেকে।

নাটকে চিত্রগ্রহণ করেছেন অনিক খান। সহযোগী পরিচালক ছিলেন এ কে এম হেদায়েতুল বিপ্লব। সহকারী পরিচালক ছিলেন আরিফ রাহুল। নাটকটি সম্পাদনা করেছেন রাসেল পারভেজ। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ব্যাজ হারুন।

আজ ১৫ ফেব্রুয়ারি মেলা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকটি।

পূর্ববর্তী নিবন্ধসকালে যা খাবেন, যা খাবেন না
পরবর্তী নিবন্ধসুখবর দিলেন পরমব্রত