গোপালগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন এ কর্মসূচীর আয়োজন করে।
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” এ প্রতিপাদ্য নিয়ে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা, সিভিল সার্জন তরুন কুমার মন্ডল বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে জেলা নার্সিং ইনিষ্টিটিউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।