বিশ্ব সংগীত দিবসের অনুষ্ঠানে উপেক্ষিত দেশ বরেণ্য শিল্পীরা

রাজু আনোয়ার: প্রতি বছরের ২১ জুন বিশ্ব সংগীত দিবস হিসেবে পালিত হয়।৯৮২ সালের ২১ জুন বিশ্ব সংগীত দিবসের প্রবর্তন ফ্রান্সে। ১৯৮৫ সালের ২১ জুন গোটা ইউরোপ এবং পরবর্তী সময়ে সেটা পুরো বিশ্বে মর্যাদা লাভ করে। বিশ্বের প্রায় ১১০টি দেশ উদযাপন করত দিবসটি। বাংলাদেশে কয়েক বছর ধরে ঘটা করে উদযাপন করা হয় এই দিবস। তবে এবার ঢাকায় আগের চেয়ে বড় পরিসরে দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৪টা থেকে ছিল এক ঘণ্টাব্যাপী সংগীত দিবস উদযাপন অনুষ্ঠান । কিন্তু আয়োজনের কোথাও ছিল না দেশের গুণী ও প্রবীন এবং বরেণ্য শিল্পীদের কোনো অংশগ্রহণ।
শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান ও দলের পরিবেশনার পাশাপাশি দিনাত জাহান মুন্নীর নেতৃত্বে ১০টি ভাষার গান নিয়ে হাজির হবেন ৪৫ জন গায়ক ও গায়িকা। সেখানে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আব্দুল হাদী, খোরশেদ আলম, কনকচাঁপা, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, আসিফ আকবরের মতো শিল্পীদের নাম দেখা যায়নি। সে নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
অনেক শিল্পী ও সংগীত পরিচালকগণ আয়োজনটি নিয়ে আপত্তি তুলেছেন। তারা প্রশ্নও করছেন দেশের গুণী শিল্পীদের ছাড়া কেন এই আয়োজনটি তৈরি করা হলো। বিশ্ব সংগীত দিবসের আয়োজনে কেন দেশের গানের সেরা নামগুলোকে খোঁজে পাওয়া যাবে না?
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমাকে শিল্পকলা একাডেমি থেকে আমন্ত্রণ জানানো হয়েছে কাল সংগীত উৎসবে যেন উপস্থিত থাকি। কী আয়োজন তা বিস্তারিত কিছু জানি না। কোনো গান করতে হবে বা কোনো রকম পরিবেশনার কথাও আমাকে বলা হয়নি।’
একই কথা জানালেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘আমি আমন্ত্রণ পেয়েছি অনুষ্ঠানে যাবার। তবে মনে হয় না আমার যাওয়া হবে।’ তাকেও কোনো পরিবেশনার কথা জানানো হয়নি বলে নিশ্চিত করলেন তিন।
প্রতিবাদ জানিয়ে আসিফ আকবর বলেন, ‘সংগীত দিবসের যে পোস্টার দেখছি। এখানে তো গুণী ও সিনিয়র কাউকেই দেখি না। শিল্পকলা শিল্পীদের সঙ্গে ডিভাইড রুল খেলছে। ব্রিটিশরা এই খেলা খেলতো। সংগীত দিবসের পোস্টারে যাদের ছবি দেখছি এরা অনেকেই না জেনে গেছে। আমার কথা হলো শিল্পকলা গানমেলা বন্ধ করেছে ২০১৫ সালে।
গানমেলা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম আমরা। এই গানমেলার লোকজনই শিল্পকলায় তাদের পৃষ্ঠপোষকতা করছে। এটা একটা খেলা। এখানে সিনিয়রদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এমন সংগীত দিবস চাই না। আমরা সবার অংশগ্রহণে গানমেলা চাই।’
এদিকে ১০টি ভাষার গান নিয়ে আয়োজনের নেতৃত্ব দেয়া গায়িকা দিনাত জাহান মুন্নী বলেন, ‘সংগীত দিবসের বিস্তারিত কী আয়োজন সেটা তো আমি বলতে পারবো না। আমাকে বলা হয়েছে একটা আয়োজনের কথা আমি সেটা করার চেষ্টা করেছি।’

বিকেল ৪টা থেকে শুরু হয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। আয়োজনের শুরুতে ছিল একাডেমি থেকে সেগুনবাগিচা পর্যন্ত শোভাযাত্রা। জাতীয় চিত্রশালায় এই শোভাযাত্রা শেষ হয়।
এরপর চিত্রশালার লবিতে একাডেমির সঙ্গীতশিল্পীদের অর্কেস্ট্রা পরিবেশিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আলোচনার আগেই শিল্পী ফুয়াদ নাসের বাবুর পরিচালনায় বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন সমবেত যন্ত্রসঙ্গীত পরিবেশন করে। মাসকুর-এ সাত্তার কল্লোল ও তামান্না তিথির উপস্থাপনায় বিভিন্ন আয়োজন ছিল অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু দলের পরিবেশনায় ছিল ‘সত্য বল সুপথে চল’ সমবেত সঙ্গীত। ঢাকা সাংস্কৃতিক দল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত শিল্পীবৃন্দের পরিবেশনা গান ‘ও আলোর পথযাত্রী’। উত্তরায়ণ পরিবেশন করে সমবেত সঙ্গীত ‘জাগ জাগরে জাগ সঙ্গীত’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ পরিবেশন করে সমবেত সঙ্গীত ‘জয় হোক জয় হোক’।
‘সবারে বাসরে ভাল, নইলে মনের কালো ঘুচবে না রে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ সমবেত সঙ্গীত পরিবেশন করে। সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে ‘ধীরে সমীরে চঞ্চল নীড়ে’ সমবেত সঙ্গীত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাউল দল পরিবেশন করবেন ‘ধন্য ধন্য বলি তারে’।

অনুষ্ঠানে ‘আমার দেশের মাটির গন্ধে’ গানটি পরিবেশন করেন ইউসুফ, প্রিয়াংকা গোপ ও অণিমা মুক্তি গোমেজ। উর্দু গান ‘ও লাল মেরি’ পরিবেশন করেন পুলক বেলী আফরোজ ও পারভেজ। আরবী গান ‘বিন্তে মালাবিয়া’ গান কোনাল ও রাফাত হৈমন্তী। চাইনিজ গান ‘নিউ আইন’ গান প্রতীক, পুতুল ও দিনাত জাহান মুন্নী। নেপালি গান ‘টুন্নারা ডামপু’ গান লুইপা, সজীব ও পিংকী। রাশিয়ান গান ‘নাতাশা’ গান রন্টি, শুভ ও স্মরণ। হিন্দি গান ‘কাভি কাভি’ গান কনা, ইমরান ও মুহিন। জাপানি গান গান ইবরার টিপু, বিন্দুকনা ও শান। ইংলিশ গান ‘সামারওয়াইন’ গান আরমান মুসা, সাব্বির ও জয় শাহরিয়ার। স্প্যানিশ গান মেহরাব, আলিফ ও সুজন আরিফ। এছাড়া বাংলা গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ পরিবেশন করেন মৌটুসী, বাদশা বুলবুল, সিঁথি, প্রিয়াংকা বিশ্বাস ও ডলি সায়ন্তনী।

 

পূর্ববর্তী নিবন্ধশীর্ষ ৩০০ ঋণখেলাপির কাছে ৫১ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% নগদ ও ২% স্টক লভ্যাংশ অনুমোদন