বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয়

পপুলার২৪নিউজ ডেস্ক

শক্তিশালী ভারতের বিপক্ষে নয়াদিল্লিতে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সাকিব-তামিমের মতো তারকা ক্রিকেটার ছাড়াই তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ঘরের মাঠে পাত্তা পায়নি ভারত।

বাংলাদেশ দলের এমন অসাধারণ জয়কে ফলাও করে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম।যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের জয়ের প্রতিবেদন নিয়ে হেডলাইন করেছে, ‘ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি প্রথম জয় পেয়েছে বাংলাদেশ’ বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের প্রতিবেদনে বলেছে, দিল্লির ধোঁয়াশা বিড়ম্বনায় ফেলতে পারেনি বাংলাদেশকে। তারা প্রত্যাশার চেয়েও ভালো খেলে দুর্দান্ত জয় পেয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম হেডলাইন করেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়’ বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম-বিপ্লব-আফিফরা। রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আমিনুল ইসলাম বিপ্লব আর শফিউল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে ১৪৮ রানে ইনিংস গুটায় ভারত।

টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে নির্ধারিত ওভারের তিন বল আগে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মুশফিকুর রহিম। দলের জয়ে ৪৩ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

পূর্ববর্তী নিবন্ধনির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবি ভাইরাল
পরবর্তী নিবন্ধঅভিনেত্রীর কল রিসিভ করলেই দেখাচ্ছে অশ্লীল ভিডিও