নিউজ ডেস্ক : বিশ্বে বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৬৬তম। অর্থাৎ তালিকায় নিচের দিক থেকে ঢাকার অবস্থান অষ্টম।
বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের সহযোগী সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটর (ইআইইউ) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। এ ছাড়া যথাক্রমে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন (২), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৩) সিডনি (৪) কানাডার ভ্যানকুভার (৫), সুইজারল্যান্ডের জুরিখ (৬), কানাডার ক্যালগেরি (৭), সুইজারল্যান্ডের জেনেভা (৮), কানাডার টরন্টো (৯)। আর যৌথভাবে ১০ নম্বরে রয়েছে জাপানের ওসাকা ও নিউজিল্যান্ডের অকল্যান্ড।
অন্যদিকে তালিকার তলানিতে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩)। এছাড়া লিবিয়ার রাজধানী ত্রিপোলি (১৭২), আলজেরিয়ার আলজিয়ার্স (১৭১), নাইজেরিয়ার লাগোস (১৭০) ও পাকিস্তানের করাচি (১৬৯)।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়।