বিশ্বে প্রথম ‘রোবোটিক হার্ট’ ট্রান্সপ্লান্ট করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :

সারা বিশ্বে প্রথমবারের মতো ‘রোবোটিক হার্ট’ ট্রান্সপ্লান্ট করেছে সৌদি আরব। ১৬ বছর বয়সি এক কিশোরের শরীরে সফলভাবে এ হৃৎপিণ্ড প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আল আরাবিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিলের নেতৃত্বে আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে হৃৎপিণ্ড প্রতিস্থাপনটি সফল্ভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এমন সফলতা পুরো বিশ্বকে বিস্মিত করেছে।

রোবোটিক হার্ট ইমপ্লান্ট বা কৃত্ত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে ছোট একটা ছিদ্রের সাহায্যেই অস্ত্রপচার সম্ভব। অধিক কাটা-ছেঁড়া কিংবা রক্তপাতের প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে কম থাকবে অস্ত্রোপচারের পরের সম্ভাব্য জটিলতা। এ ছাড়া, রোগী তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে এই রোবোটিক হৃদপিণ্ড প্রতিস্থাপনে।

এর আগে গত বছর কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস (এনএএসএইচ) এবং হেপাটোসেলুলার কার্সিনোমা’য় (এইচসিসি) ভুগছেন এমন ৬৬ বছর বয়সী এক রোগীর ওপর বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেছিল সৌদি আরব। পরবর্তীতে আরও ৪টি লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর রোবোটিক হার্ট ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করল সৌদি।

পূর্ববর্তী নিবন্ধ‘তামিল মহিলা’ হতে চান মাহি
পরবর্তী নিবন্ধবন্যায় প্লাবিত হয়ে মিয়ানমারে নিহত ৩৩