বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৭৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ছয় হাজারের বেশি মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু ৪১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।

দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ইন্দোনেশিয়া। রোববার (২৫ জুলাই) ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সংক্রমিত শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬শ’র বেশি। এছাড়া ৮শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ২৪ হাজারের ওপর সংক্রমিত শনাক্তের সংখ্যা। এদিন ব্রাজিলে প্রাণহানি রেকর্ড হয়েছে কিছুটা কম। ৫শ’র মতো মৃত্যু হয়েছে লাতিন দেশটিতে। ৩৮ হাজারের বেশি সংক্রমণ আর ৪ শতাধিক মৃত্যু হয়েছে ভারতে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজারের ওপর।

পূর্ববর্তী নিবন্ধতিউনিসিয়ার প্রধানমন্ত্রী অপসারিত, পার্লামেন্ট স্থগিত
পরবর্তী নিবন্ধরামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু