বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৫ হাজার ছাড়াল

নিজস্ব ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪৫৯ জন। মারা গেছেন ২০ লাখ ৬৫ হাজার ৬২৪ জন। এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ৬ কোটি ৯২ লাখ ৬৯ হাজার ৯৬৮ জন।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯৬৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ১১ হাজার ৪৮৬ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৯৬ হাজার ৪৪২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৫৪ জনের।

করোনা সংক্রমণের দিকে থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৭৫ হাজার ৭৪২ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৫১১ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধআজ শপথ নেবেন জো বাইডেন