বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দুবাই কেয়ারের র‍্যালি

পপুলার২৪নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেয়ারস প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করেছে বিশ্বের ৪৪টি দেশের সুবিধাবঞ্চিত স্কুলপড়ুয়া শিশুদের সাহায্যার্থে ‘ওয়াক ফর এডুকেশন’ নামের বিশেষ র‌্যালি। দুবাই কেয়ার গত ৯ বছর ধরে এ র‍্যালির আয়োজন করে আসছে।

গতকাল শুক্রবার দুবাই ক্রিক পার্কের এক নম্বর গেইটে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত ৪৫ মিনিটে তিন কিলোমিটারের এ বিশেষ র‌্যালিতে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘টিম বাংলাদেশ’ এর ব্যানারে লাল সবুজ পতাকা হাতে অংশ নেয় শতাধিক তরুণ।

দুবাই কেয়ারস এর টি-শার্টও পরে র‌্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশের প্রায় ১৫ হাজার নাগরিক। র‍্যালিতে অংশগ্রহণকারী সবার কাছ থেকে ৩০ দিরহাম করে নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের থেকে অর্জিত অর্থ বাংলাদেশসহ ৪৪টি দেশের ১৬ মিলিয়ন সুবিধাবঞ্চিত স্কুলপড়ুয়া শিশুদের সাহায্যার্থে ব্যয় করবে দুবাই কেয়ারস।

‘ওয়াক ফর এডুকেশন’ এর টিম বাংলাদেশের হয়ে অংশগ্রহণকারী শেখ তাওহীদ, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল শাহীন, মোহাম্মদ ইসমাইলসহ অনেকেই বলেন, ”মানুষ মানুষের জন্য, তাই আমরা বাংলাদেশের পক্ষ থেকে দুবাই কেয়ারের মহৎ উদ্যোগকে সমর্থন জানাতে অংশগ্রহণ করেছি। আজকের র‍্যালিতে অংশগ্রণের মূল কারণ হচ্ছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুরাও আর্থিক সহযোগিতা পাবে। ”

বাংলাদেশিদের পক্ষ থেকে দুবাই কেয়ারের আজকের আয়োজনে আসার মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে পেরেছি যা ভাবতেও ভালো লাগছে। তারা আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের দুবাই কেয়ারের নজরে আনা। আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছি, তাদের (দুবাইয়ের) মহৎ কাজকে প্রবাসী বাংলাদেশিরা ভালোভাবেই গ্রহণ করে। ”

ওয়াক ফর এডুকেশনের এ রালিতে বাংলাদেশ টিমের হয়ে কাজী ইসমাইল, কাইসার হামিদ, রুবেল, জুয়েল, সাইদুল, ইয়াসিন, আমিনুল, ছোটন, রাসেল, মাহবুব, সেলিমসহ অনেকেই অংশগ্রহণ করেন। দুবাই কেয়ার মানবতার জন্য তাদের এই আয়োজন এবং এ রকম আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফরিদপুরে রডের আঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধআজ পর্দা উঠছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের