‘বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে কোরিয়া’

 পপুলার২৪নিউজ ডেস্ক:

জাতিসংঘে উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক’ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে কোরিয়া উপদ্বীপ। ‘যে কোনও সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে’ বলেও তিনি সতর্ক করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

কিম ইন-রিয়ং জানান, মার্কিন বাহিনীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক অনুশীলনকে ‘আগ্রাসী যুদ্ধ প্রস্তুতি’ বলে মনে করে পিয়ংইয়ং। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যে মাত্রায় হামলা চালাবে উত্তর কোরিয়াও সে মাত্রায় জবাব দিতে প্রস্তুত রয়েছে। ’

এর আগে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং-রিয়ল বিবিসি-কে বলেন, ‘আমরা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিকভিত্তিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবো। ’

মার্কিন হামলা প্রতিরোধে ‘উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে’ উল্লেখ করে হান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি সামরিক শক্তি ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া সর্বাত্মক যুদ্ধ করবে। ’

কয়েকদিন আগে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া অপর এক সাক্ষাৎকারে হান অভিযোগ করেন, ‘মার্কিন প্রেসিডেন্ট আগ্রাসী টুইটবার্তার মাধ্যমে সমস্যা তৈরি করছেন। মার্কিন প্রশাসন অসৎ উদ্দেশ্যে উপদ্বীপের পরিস্থিতি অস্থিতিশীল করছে। ’

উত্তর কোরিয়ার সামরিক নীতি সম্পর্কে তিনি জানান, দু’বছর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়া তার সামরিক নীতিতে পরিবর্তন এনেছে। এখন যে কোনও ধরনের পদক্ষেপ উত্তর কোরিয়া একাই নেবে।

হান তখন আরও বলেছিলেন, ‘আমাদের শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে। আর মার্কিন হামলার মুখেও আমরা নিশ্চিতভাবেই সে অস্ত্র হাতে নিয়ে বসে থাকবো না। মার্কিন বাহিনী যেভাবে আক্রমণ করবে, আমরা তার সমুচিত জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ’ তখন তিনি জানান, ‘উত্তর কোরিয়া মানসম্পন্ন পারমাণবিক অস্ত্র তৈরি থেকে সরে আসবে না। ’

এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়া সফরে থাকা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, ‘কৌশলগত ধৈর্যধারণের দিন শেষ। উত্তর কোরিয়াকে আর সহ্য করা হবে না। ’

এছাড়া দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে সম্মত হয়েছে ওয়াশিংটন ও সিউল। রবিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিউল পৌঁছান মাইক পেন্স।

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পরস্পর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর পর সেখানে এখন কার্যত যুদ্ধাবস্থা জারি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅটোচালকের মানবিকতায় হৃদয় ছুঁয়ে যায়
পরবর্তী নিবন্ধসাংসদ আমানুরের জামিন স্থগিতের সময় বাড়ল