বিশ্বের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রাচীন রেস্টুরেন্ট কিন্তু এখনও চালু রয়েছে, এ হিসাব করতে গেলে স্পেনের মাদ্রিদের ‘সবরিনো ডি বটিন’ রেস্টুরেন্টই বিশ্বের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট। কাঠের দৃষ্টিনন্দন সজ্জার কারণে এ রেস্টুরেন্টটি বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
বিশ্বের নানা স্থানে অতীতে নানা রেস্টুরেন্ট ছিল, একথা ইতিহাস ঘাঁটলে জানা যায়। কিন্তু প্রাচীন রেস্টুরেন্ট হলেও এখনও চালু রয়েছে এমন রেস্টুরেন্টের সংখ্যা হাতে গোনা। আর এ হিসাবে এখনও চালু বিশ্বের সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট হিসেবে স্পেনের মাদ্রিদের এ রেস্টুরেন্ট পরিচিত।
এ রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হয়েছে ১৭২৫ সালে। আর রেস্টুরেন্টটি এ কারণে গিনেস বিশ্বরেকর্ডেরও অধিকারী। রেস্টুরেন্টটিতেও টানানো রয়েছে সে সনদপত্রের একটি কপি।
মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে ‘সবরিনো ডি বটিন’ রেস্টুরেন্টটির অবস্থান। এর ভেতরের ও বাইরের সজ্জাতেও রয়েছে প্রাচীন ঐতিহ্যের সংমিশ্রণ।

পূর্ববর্তী নিবন্ধ৩৮৮ রানে থামল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসালমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে