স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগমুহূর্তে একের পর এক দুঃসংবাদ। ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। চোটের কাছে হার মানতে হয় তারকা পেসার জস হ্যাজলউডকেও। মার্কাস স্টয়নিসের আচমকা ক্রিকেট ছাড়ার ঘোষণা অস্ট্রেলিয়াকে যেন আরও ব্যাকফুটে ঠেলে দেয়। টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশের লজ্জা ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আলোচনার টেবিল থেকেই আড়াল করে দিচ্ছিল অনেকটাই। কিন্তু দলটা যখন অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়নের মতো ফিরে আসাটা হয়তো তাদের ললাটেই লেখা।
আগের ইনিংসেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। ১৪৩ বলে ১৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ইংল্যান্ডও টুর্নামেন্টটির ইতিহাসে ৩৫১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায়। এমন পাহাড়সম টার্গেট তাড়া করে জিততে হলে নতুন ইতিহাসই লিখতে হতো অস্ট্রেলিয়াকে। সেটাও রচনা হলো আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। জস ইংলিশের অপরাজিত ১২০ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে ৪৭ দশমিক ৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল অজিরা। আইসিসির যে কোনো টুর্নামেন্টেই সর্বোচ্চ রান তাড়ার বিশ্ন রেকর্ড হয়েছে আজ।
বিস্তারিত আসছে…