বিশ্বম্ভরপুরে পাট চাষের উজ্জল সম্ভাবনা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সোনালী আঁশ পাট চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে চাষীরা পাট চাষ করেছেন। এখন পাট কাটা, জলাশয়ে জাগ দেওয়া, পাট গাছ থেকে পাট ছাড়ানো ও বাজারে পাট বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন চাষীরা। নিজেদের অভিজ্ঞতাকে  কাজে লাগিয়ে সোনালী আঁশ পাঠ চাষ করলেও কৃষি বিভাগের কোন সহযোগিতা মিলেনি বলে জানিয়েছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম তুলনামূলক ভালো হওয়ায় কৃষকের মুখে লক্ষ করা গেছে হাসির ঝিলিক।
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় লক্ষ্যমাত্রার ৩০ হেক্টরের চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। চাষের শুরুতে বৃষ্টিপাত কম থাকায় অনেক স্থানে চাষ কিছুটা দেরিতে শুরু হলেও আবাদ ভালো হয়েছে।
স্থানীয় বাজারে ভালো মানের পাট ১৫শ টাকা থেকে ১৮শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। উপজেলার কাচিরগাতি গ্রামের কৃষক আব্দুল জানান, এবার পরীক্ষামূলক এক বিঘা জমিতে পাট চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছে। তাছাড়া অন্য বছরের তুলনায় দাম বেশি হওয়ায় লোকসানে পড়তে হচ্ছে না। উপজেলার বাঘবেড় গ্রামের কৃষক আনোয়ার জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। পরে বৃষ্টিপাত হওয়ার কারণে ফলন ভালো হয়েছে। এবার ২ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। ভাদেরটেক গ্রামের কৃষক আব্দুল কাদির জানান, ভাদেরটেক এলাকায় পাউবো’র বোমারঢালা ক্লোজার বন্ধ থাকায় এলাকায় পাট চাষ কম হয়েছে। এই জায়গাতেই পাট চাষ বেশি হতো অন্য সময়। পদ্মনগর গ্রামের কৃষক অলিমান তালুকদার জানান, এলাকায় অনেক পতিত জায়গা পড়ে আছে। এসব জায়গায় পাট চাষ করা গেলে কৃষকরা উপকৃত হতেন।
উপজেলার কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম শফিকুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এলাকায় পাটের আবাদ অনেক বেশি হয়েছে। কৃষকরা যাতে পাট যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এ জন্য প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছেন।
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস জানান, গত বছরের চেয়ে এ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে পাট চাষ হয়েছে। পাটের ফলনও হয়েছে বাম্পার। পাটের নায্য মূল্য পেলে চাষীদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধযে রেকর্ড নবী ছাড়া কারো নেই
পরবর্তী নিবন্ধনড়াইলের মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন বহাল