বিশ্বজুড়ে ইসলামের পক্ষে অবস্থান নেবে সৌদি আরব

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বজুড়ে ইসলামের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

স্থানীয় সময় সোমবার প্রথম প্রহরে মালয়েশিয়ার রাজা আয়োজিত এক নৈশভোজে দেয়া বক্তৃতায় এ কথা বলেন সৌদি বাদশাহ।

তিনি বলেন, আমরা নিশ্চয়তার সঙ্গে বলছি যে মুসলিম ইস্যুতে ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর যেকোনো উদ্যোগে সাহায্য-সহযোগিতা করতে সৌদি আরব তার সব শক্তি নিয়ে পাশে দাঁড়াবে।

রোববার থেকে মালয়েশিয়া সফর করছেন বাদশাহ সালমান। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম কোনো সৌদি বাদশাহর মালয়েশিয়া সফর।

মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া সফর করছেন তিনি। এরপরই ইন্দোনেশিয়া, ব্রুনাই, জাপান, চীন, মালদ্বীপ এবং জর্দান সফরে যাওয়ার কথা রয়েছে তার।

সফরকালে এই দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি বাদশাহ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলবেন।

পূর্ববর্তী নিবন্ধইতালির নাপলিতে খুলনা কল্যাণ সমিতির অভিষেক
পরবর্তী নিবন্ধএকটি পানীয় পানে ওজন কমবে দু’সপ্তাহে!