স্পোর্টস ডেস্ক : এই স্বপ্নটা বহুবার দেখেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা, একটা বিশ্বকাপ নিয়ে দেশের মাটিতে নামবেন কোনো একদিন। দেশের মানুষকে ভাসাবেন পরমানন্দে।
বিশ্বকাপ জেতার সাধটা গেল শনিবারে পূরণ হয়ে গেলেও হ্যারিকেন বেরিলের কারণে দুই দিন দেরি হলো দেশে ফিরতে। অবশেষে আজ সকালে রোহিত শর্মা, বিরাট কোহলিরা ঘরে ফিরলেন টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে।
আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দিল্লি বিমান বন্দরে নামে ভারতীয় দল। এখন বর্ষা মৌসুম চলছে, তার ওপর এত ভোর!
তা স্বত্বেও দেখানে ছিল ভক্তদের ভিড়। রোহিতদের বরণ করে নিতে হাজির হয়েছিলেন সেখানে।
বেরিলের প্রভাবে ক্যারিবীয় সব বিমানবন্দর বন্ধ ছিল। সে কারণে নির্ধারিত সূচিতে ভারত ফিরতে পারেনি দেশে। তাদের জন্য এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে বিমানের ব্যবস্থা করে বিসিসিআই। গতকাল বুধবার ভারতীয় সময় দুপুর ২টায় বার্বাডোজ থেকে দেশের পথে যাত্রা শুরু করে দলটা।
দেশে নেমে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন রোহিতরা। এরপর থাকবে বিজয় প্যারেড। সেটা হবে মুম্বাইতে। আজ সন্ধ্যায় সেই মুম্বাইতেই আরেকটি বিশেষ অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে তাদের।