বিশ্বকাপ বাছাই শুরুর আগে ছিটকে গেলেন জাহানারা-পিংকি, আবুধাবি যাচ্ছেন তৃষ্ণা-সোহালী

স্পোর্টস ডেস্ক : নারীদের বিশ্বকাপ বাছাই শুরুর আগে বাংলাদেশ শিবিরে চোট আর কোভিডের হানা। চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন পেস অলরাউন্ডার জাহানারা আলম। আর ব্যাটার ফারজানা হক পিংকির বিশ্বকাপ বাছাই শেষ হয়ে যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে জানানো হয়, অনুশীলনে ডানহাতে চোট পান জাহানারা। দুটি সেলাই লাগে হাতে। তার পরিবর্তে দলে নেওয়া হয় ফারিহা ইসলাম তৃষ্ণাকে।

এ ছাড়া করোনায় ছিটকে গেছেন পিংকি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে সোহালী আক্তারকে। আগামীকাল তৃষ্ণা-সোহালী আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন।

আগামী রোববার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিগার সুলতানা জ্যোতিদের ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই শুরু হবে।

 

পূর্ববর্তী নিবন্ধপুরুষের যে গুণ দেখে প্রেমে পড়েন নারী
পরবর্তী নিবন্ধমেসিকে আরও ৩ বছর রাখতে চায় পিএসজি