‘বিশ্বকাপ জেতার চেয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কঠিন’

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের শোচনীয় হারে হতাশ ভক্ত-সমর্থকরা। প্রশ্ন উঠেছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও। অনেকেই রোহিতকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বললেও ভিন্ন সুর সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির কণ্ঠে।

আজ মঙ্গলবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে রোহিতের অধিনায়ক প্রসঙ্গে সৌরভ বলেন, ‘বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর নির্বাচকরা রোহিতের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। কারণ সেই সময় রোহিতই ছিল যোগ্য ব্যক্তি। একটা কথা মনে রাখা উচিত, রোহিত কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল ট্রফি দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চেও রোহিত যোগ্যতা প্রমাণ করেছে।’

এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই আইপিএল ও বিশ্বকাপের জয়ের মধ্যে তুলনা করেন ‘প্রিন্স অব ক্যালকাাটা’। তিনি বলেন, ‘রোহিতের প্রতি আমার পুরো আস্থা আছে। একমাত্র রোহিত ও ধোনি পাঁচবার করে আইপিএল জিতেছে। আইপিএল জেতা কিন্তু মোটেও সহজ কাজ নয়। আমার মতে বিশ্বকাপ জয়ের থেকেও অনেক বেশি কঠিন হলো আইপিএল জেতা। কারণ বিশ্বকাপ জিততে হলে গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিতে নকআউট পর্ব খেলতে হয়। সেখানে আইপিএলের শুরুতেই একটা দল ১৪টি ম্যাচ খেলে। এরপর থাকে প্লে-অফ। সেখানে জেতা কিন্তু মুখের কথা নয়। মোট ১৭টি ম্যাচ জিততে পারলে একটা দল আইপিএল ট্রফি হাতে তুলতে পারে। সেটাও মনে রাখা উচিত।’

অবশ্য গাঙ্গুলির এমন মন্তব্যের সঙ্গে নেটিজেনদের অনেকেই একমত নয়। কেউ কেউ এমন দুঃসময়েও রোহিতকে সমর্থন দেওয়ায় তার সমালোচনা করতেও ছাড়ছেন না। অনেকে আবার গাঙ্গুলির সঙ্গে সহমত পোষণও করছেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিএসএমএমইউয়ে চিকিৎসকদের মুখোমুখি ভিসিপন্থিরা
পরবর্তী নিবন্ধবিশ্বের বেশিরভাগ মানুষ রাশিয়াকে সমর্থন করে: মার্কিন সাংবাদিক