বিশ্বকাপে শ্রীলঙ্কার ‘ট্রাম্পকার্ড’ ম্যাথুজ-চান্দিমাল

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অরবিন্দ ডি সিলভার মতে, ২০১৯ সালে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে তার দেশের সাফল্য নির্ভর করছে দুই তারকা খেলোয়াড় অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের ওপর।

১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ডি সিলভা বলেন, ‘খারাপ ফর্ম, খেলোয়াড়দের ইনজুরি কাটিয়ে তারুণ্যনির্ভর লঙ্কান দলকে আগামী বিশ্বকাপে সাফল্য পেতে হলে ম্যাথুজ-চান্দিমালকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমি মনে করি বর্তমান দলে সবচেয়ে যোগ্য অল-রাউন্ডার ম্যাথুজ এবং চান্দিমালের রয়েছে খুবই ভালো ক্রিকেটীয় জ্ঞান। আপনি অধিনায়ক থাকলেন কিনা সেটা কোন বিষয় নয়। যেভাবেই থাকেন না কেন অংশ হিসেবে দলের প্রয়োজনে আপনি একই ভুমিকা রাখবেন।’

গেল বছর যাচ্ছেতাই পারফরমেন্স করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ১৩ টেস্টে ৪ জয় ৭ হার ২টি ড্র, ২৯ ওয়ানডেতে ৫ জয় ২৩ হার ১টি পরিত্যক্ত এবং ১৫ টি-টোয়েন্টিতে ৫ জয় ১০ হারের স্বাদ নেয় লঙ্কানরা। তবে গেল বছরের শেষের দিকে বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দলের দায়িত্ব দিয়েই ঘুড়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। চলতি বছরের শুরুতে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা।

বছরের শুরুতে দুর্দান্ত সব সাফল্য সঙ্গী করে দেশের মাটিতে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ-ভারতকে নিয়ে নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে শ্রীলঙ্কা। ডাবল লিগ পর্বে ভারতের কাছে একবার ও বাংলাদেশের কাছে দুই বার হেরে ফাইনালেই উঠতে পারেনি লঙ্কানরা।

তবে নতুন কোচ হাথুরুসিংহের অধীনে দল এগিয়ে যাবে মনে করেন ১৯৯৬ বিশ্বকাপের তারকা ব্যাটসম্যান ডি সিলভা, ‘সাধারণ কথায় তিনি সম্ভবত সেরা.. কেননা তিনি (হাথুরু) দলের খেলোয়াড়দের সাথে সহজেই মিশতে এবং সম্পর্ক গড়তে পারেন। আবার খেলোয়াড়রাও তার সঙ্গে অনায়াসে মিশতে পারে। এছাড়া ভাষা বা সংস্কৃতির কোন বাধা নেই, যা উভয়কেই অনায়াসে একে অপরকে বুঝতে সহায়ক হবে।’

পূর্ববর্তী নিবন্ধমুরালি বিজয় বিয়ে করেছেন দিনেশ কার্তিকের বউকে; তাই…
পরবর্তী নিবন্ধসালমানকে আরো অস্ত্র কেনার আহবান ট্রাম্পের!