বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের মেয়েরা

স্পোর্টস ডেস্ক : বিশ বছর আগে প্রবর্তিত ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের এখনো ট্রফির দেখা পায়নি ব্রাজিল। আগের ৯ আসরের মধ্যে তিনবার সেমিফাইনালে উঠে একবার মাত্র তৃতীয় হতে পেরেছিল পেলে-রোনালদোর দেশের মেয়েরা। কোস্টারিকায় চলতি বিশ্বকাপে কী অতীতের ব্যর্থতা মুছে ফেলতে পারবে ব্রাজিল?

প্রায় দেড়যুগ পর শেষ চারে উঠে শিরোপার খরা দূর করতে মরিয়া ব্রাজিলের মেয়েরা এখন মাত্র দুটি ম্যাচ দুরে দাঁড়িয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ব্রাজিল। ২০০৬ রাশিয়া বিশ্বকাপের পর এই প্রথম টুর্নামেন্টের শেষ চারে উঠলো তারা।

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে অবশ্য পেনাল্টি গোলে হারাতে হয়েছে ব্রাজিলকে। ২৬ মিনিটে পেনাল্টি পেলে স্পট কিকে গোল করেন তারসিয়ানে।

প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন ১-০ গোলে হারিয়েছে মেক্সিকোকে। গোল করেছেন ২৫ মিনিটে গাবারো। রোববার রাতে অন্য দুই কোয়ার্টার ফাইনালে খেলবে নাইজেরিয়া-নেদারল্যান্ডস ও জাপান-ফ্রান্স।

ব্রাজিল ও স্পেন দুই দলই ছিল ‘এ’ গ্রুপে। দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। দুই দলের ৭ পয়েন্ট করে থাকলেও গোলগড়ে গ্রুপ রানার্সআপ হয়েছিল ব্রাজিল।

 

পূর্ববর্তী নিবন্ধডাচ বোলিংয়ে মাত্র ২০৬ রানে অলআউট পাকিস্তান
পরবর্তী নিবন্ধআসছে ‘কপিল শর্মা শো’র নতুন সিজন