স্পোর্টস ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশে। আগামী অক্টোবরে শুরু হবে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইটি। ঠিক আগেই এখন চলছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপ। সেখানে শিরোপা পুনরুদ্ধারের মিশনটা সেমি-ফাইনালে এসে শেষ করল জাহানারা-জ্যোতিরা। আসরের প্রথম সেমিতে শুক্রবার ভারতের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। দলীয় ব্যাটিং ব্যর্থতায় ভারতের সামনে নিগার সুলতানা জ্যোতির দল লক্ষ্যটা দিয়েছিল স্রেফ ৮১ রান। যা অনায়াসেই তুলে নেয় হারমানপ্রীত করের দল।
ভারতের বিপক্ষে মুর্শিদা-জ্যোতিদের এই ব্যাটিং ব্যর্থতা চলছে দীর্ঘদিন ধরেই। তবে আসছে বিশ্বকাপের আগে এই ব্যাটিং দুর্দশাসহ বাকি ভুলগুলোও শুধরে নিতে যায় জ্যোতিরা।
ভারতের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্রেফ ৮০ রান তুলেছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ১১ ওভারেই পৌঁছে যায় ভারত, কোনো উইকেট না হারিয়েই। আসর থেকে এমন হতাশাজনক বিদায়ের পর
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘তারা (ব্যাটাররা) ভালো ইনিংস খেলতে সক্ষম। তবে ভারতের বিপক্ষে ব্যাপারগুলো ভিন্ন ছিল। আমাদের ব্যাটিংয়ে কাজ করতে হবে। কারণ সেখানেই আমরা হেরে যাচ্ছি। বিশ্বকাপের আগে আমরা আমাদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করব।’
গতকালের ম্যাচে ব্যাটিং ব্যর্থতার শুরুটা হয়েছিল টপ-অর্ডারেই। এবং সেখানেই মানসিকভাবে পিছিয়ে পড়ে বলে জানান জ্যোতি। ‘আমরা মূলত কি চেয়েছিলাম সেটাই বুঝতে পারিনি। পাওয়ারপ্লেতে অনেক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। টপ অর্ডাররা যখন রান না করে, দলের পক্ষে তখন রান তোলা কঠিন হয়ে যায়। এটা মানসিক ব্যাপার।’