পপুলার২৪নিউজ ডেস্ক:শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দলের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
তামিম-মাশরাফিদের প্রধান কোচ বলেন, বড় একটা অর্জন। এই দলটির পারফরম্যান্সে আমি গর্ববোধ করছি। দলটির কোচরা অনেক পরিশ্রম করেছেন কিন্তু ছেলেরা যা করেছে তা অনেক বড় ব্যাপার, অতুলনীয়।
গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বিশ্বকাপ জয়ী যুবাদের জাতীয় দলের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলতে আগামী দুই বছর বিশেষ প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে প্রতি মাসে যুবারা পাবেন ১ লাখ টাকা করে।
আকবর আলীদের পরামর্শ দিয়ে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, নিঃসন্দেহে তারা অনেক প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু অনূর্ধ্ব-১৯ ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক ব্যবধান, অনেক পার্থক্য। ভালো পর্যায়ে উঠতে তাদের এখনও অনেক দূর যেতে হবে।
তিনি আরও বলেন, এই যুবাদের সঠিকভাবে কাজে লাগাতে ভালোভালে পরিকল্পনা করতে হবে। আগামী দুই বছর ভালোভাবে কাজে লাগাতে হবে। ঘরোয়া ক্রিকেটেও তাদের অনেক ভালো খেলতে হবে।