নিউজ ডেস্ক : টানা ছয় দিন বিরতির পর দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় আবার বসছে। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার ড শিরীন শারমীন চৌধুরী।
সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশনের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ এই তিন মন্ত্রণালয় সংসদ সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উওর দিবেন। প্রশ্ন উত্তর শেষে ২০২৪-২৫ বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে গত ৬ জুন দ্বাদশ সংসদের প্রথম অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে। পরবর্তীতে সংসদে বাজেট আলোচনা হয় গত ১৩ জুন পর্যন্ত। ঈদুল আযহার কারণে অধিবেশন ১৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত মুলতিব করে স্পিকার। ঈদের ছুটি শেষে আজ ২০ জুন অধিবেশন শুরু হয়ে বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা শেষে ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাশ হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।