বিনোদন ডেস্ক:
বিয়ে করেছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। তার বরের নাম মাহবুব জামিল পুলক। তিনি পেশায় একজন প্রকৌশলী। অভিনয়ের পাশাপাশি শানু একজন লেখক হিসেবে পরিচিত পেয়েছেন। লেখালেখির এ সূত্র ধরেই তাদের পরিচয় ঘটে।
শানারেই দেবী শানু এ প্রসঙ্গে গণমাধ্যমকে জানান, গত বছরের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু এ সংবাদ প্রকাশ্যে আনেননি। শানু আরও জানিয়েছেন, তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, তারপর প্রেম ও বিয়ে।
অভিনেত্রী শানু আরও বলেন, ‘গত বছরে আমাদের বিয়ে হয়েছে। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি আমি প্রকাশ্যে আনিনি। তবে আমার কাছের মানুষজন বিষয়টি জানে।’
এতদিন বিয়ের বিষয়টি প্রকাশ্যে না আনার কারণ হিসেবে শানু জানান, ‘তিনি মণিপুরি সম্প্রদায়ের মানুষ। তাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের, তেমনি স্পর্শকাতরও। ফলে অন্য ধর্মে বিয়ে করায় বিষয়টি চিন্তাভাবনা করে প্রকাশ করেছেন।’
তাছাড়া দেশ বর্তমানে অস্থির সময় পার করেছে। সে কারণে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেননি বলে জানান শানু। তবে এবার বইমেলায় একসঙ্গে তারা হাজির হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিনেত্রী শানারেই দেবী শানু জেভিয়ার শান্তনু বিশ্বাসকে ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন। অনেক দিন আগেই তারা সে সম্পর্কের ইতি টেনেছেন। চলতি বইমেলায় শানুর ‘বাঘ মানুষ’ নামের একটি বই প্রকাশিত হয়েছে।