বিয়ের সাজে ভাইরাল বুবলী

বিনোদন ডেস্ক :
বিয়ের সাজে অভিনেত্রী শবনম বুবলীর কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই ভেবে বসতে পারেন, শীতের শুরুতেই কি তবে বিয়ে করে ফেললেন বুবলী? সঙ্গে কে এই তরুণ!

জানা গেছে, সেসব কেবলই ছবি। বিয়ের ফটোশুটে অংশ নিয়েছিলেন বুবলী। তাকে বউ সাজিয়েছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি বলেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

এবারই প্রথম নয়। গৌতম সাহার সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। সে প্রসঙ্গে এই কোরিওগ্রাফার বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া- দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’ জানা গেছে বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান।

আপাতত সিনেমা নেই বুবলীর হাতে। অবসর সময় তিনি কাটাচ্ছেন শোরুম উদ্বোধন, প্রোমোশন ও ফটোশুটে। তবে বছর জুড়েই সিনেমা ও নানা কাজ নিয়ে সরব থাকেন বুবলী। কখনো তার সন্তানের বাবা শাকিব খানের কারণে, আবার কখনো অভিনীত সিনেমার কারণে।

পূর্ববর্তী নিবন্ধঘন কুয়াশায় ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধএরাস ট্যুরের সঙ্গীদের ২ হাজার কোটি টাকা বোনাস দিলেন টেলর সুইফট