বিনোদন ডেস্ক:
বিচ্ছেদ হয়ে গেছে এক বছর আগেই। প্রেমিকাও তাই নতুন করে গড়তে চাইছেন জীবন। পারিবারিক পছন্দে রাজি হয়েছেন বিয়েতে। সেই বিয়ের আসর থেকে প্রেমিকাকে তুলে নিয়ে গেল প্রেমিক। সোজা সুন্দরবন হিজির। সেখানে অ্যাডভেঞ্চারের মুখোমুখি তারা দুজন।
এমন এক মজার গল্পে নির্মিত হলো সিএমভির ঈদের নাটক ‘ফিরে দেখা’। মহিদুল মহিমের চিত্রনাট্য ও নির্মাণে এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়্যারা তটিনী। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ।
নাটকটি সম্পর্কে নির্মাতার ভাষ্য এমন, ‘এটা প্রেমের গল্প। সুন্দরবন অ্যাডভেঞ্চারের গল্প। হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প। ঈদ উৎসবে অন্যরকম একটা গল্প।’
নির্মাতা জানান, নাটকটির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে।
‘ফিরে দেখা’র প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে প্রকাশ হবে অন্তত ২০টি বিশেষ নাটক। যার শুরুটা হবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।