সম্প্রতি সৌদি বিমানে ভ্রমণের ক্ষেত্রে ‘ড্রেস কোড’ উল্লেখ করে দিয়ে আবারও সামনে এসেছে দেশটি।
এয়ারলাইন্সের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের সময় যাত্রীদের শালীন পোশাক পরিধান করার আহ্বান জানানো হচ্ছে। তাদের পোশাক যেন অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তিবোধের কারণ না হয় সেটাই চায় সৌদি এয়ারলাইন্স।
এয়ারলাইন্সের বিবৃতিতে উদাহরণ হিসেবে বলা হয়, ‘নারীরা তাদের পা বা হাত দেখা যায় এমন কোনো পোশাক পরতে পারবে না, বা শক্ত আঁটোসাঁটো পোশাকও পরা যাবে না। অন্যদিকে পুরুষেরাও শর্টস পরে বিমানে উঠতে পারবে না।
এ বিষয়ে সৌদি মক্কাহ্ দেশটির পর্যটন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক প্রধান আল ঘামদি জানান, পোশাক পরিধান বা ‘ড্রেস কোডে’র বিষয়টি ঠিক করার ক্ষেত্রে তারাই শুধু একমাত্র এয়ারলাইন্স নয়। বিশ্বের অনেক দেশের এয়ারলাইন্স নিজস্ব ড্রেস কোড মেনে চলে। ‘
সৌদি এয়ারলাইন্সের ড্রেস কোডের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে।