বিমান থেকে মহাকাশে রকেট পাঠাচ্ছে চীন

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিমান থেকে মহাকাশে পাঠানো সম্ভব হবে এমন রকেট তৈরি করবে বলে জানিয়েছে চীন।

রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র ‘চায়না ডেইলি’কে এ পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর রয়টার্সের।

বেইজিং সামরিক, বাণিজ্যিক এং বৈজ্ঞানিক উদ্দেশ্যকে সামনে রেখে পৃথিবীর কক্ষপতে কয়েকশ’ উপগ্রহ পাঠাতে চায়।

এই লক্ষ্যকে সামনে রেখে বিমান থেকে নিক্ষেপযোগ্য রকেট তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।

দি চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকেল টেকনোলজি তরল পদার্থের জ্বালানিচালিত এই রকেটটির নকশা তৈরি করেছে।

এই রকেট পৃথিবীর নিম্ন কক্ষপথে একশ’ কেজি বা ২২০ পাউন্ড পেলোড বহনে সক্ষম হবে।

এটি বড় ধরনের সামরিক বিমান ওয়াই-২০ থেকে নিক্ষেপ করা হবে বলে জানান সংস্থাটির রকেট উন্নয়ন বিভাগের প্রধান লি টংগিয়ু।

লি জানিয়েছেন, একাডেমি ধারাবাহিকভাবে আরো বড় ধরনের রকেট তৈরি করবে। সেক্ষত্রে ২০০ কেজি পেলোড বহনে সক্ষম রকেট তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার সামর্থ বাড়াতে চীনের মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নেয়ার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

তবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তুলনায় চীন এখনো অনেক পিছিয়ে আছে।

গত মাসে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, আগামী মাসে প্রথমবারের মতো একটি কার্গো স্পেসক্রাফট পাঠানোর পরিকল্পনা করেছে চীন। ২০২২ সালের মধ্যে স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপনের লক্ষ্যের অংশ হিসেবে এই পরিকল্পনা করেছে দেশটি।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার এমডি ও ডিএসসিসির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জের রাজাকারের রায় যেকোনো দিন