বিমানবন্দরে থাকছে যুবাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অসাধারণ এই অর্জনের পর যুবাদের গ্রহণে নানা আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মাহফুজুর রহমান রাব্বির দল। বিমানবন্দরে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বিসিবি।

নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার। বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের গ্রহণ করবেন।

কাউছার বলেন, আজ আমরা তাদের জন্য বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করেছি। বিসিবি পরিচালকরা উপস্থিত থাকবেন। এরপর তাদের নিয়ে আসা হবে বিসিবিতে।

এছাড়া একটি রিসিপসন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে বোর্ড। এখন পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি। মঙ্গলবার সেটি হতে পারে বলে জানিয়েছেন কাউছার।

আজকের আয়োজন বলতে তাদের বিমানবন্দরে উষ্ণ অভ্যার্থনা দেওয়া হবে। আজ আর কিছু সম্ভব হচ্ছে না। বোর্ড থেকে আলাদা একটি রিসিপশন প্রোগ্রামের চিন্তা করা হচ্ছে আগামীকাল। সেটি আজ চূড়ান্ত হবে।

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে ৩৮২ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৮৭ রানে অলআউট হয় আমিরাত। ১৯৫ রানে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনার কবলে সালমানের ভগ্নিপতির গাড়ি
পরবর্তী নিবন্ধতফসিলের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আপিল