বিমানবন্দরে আনসারের হাতে লাঞ্ছিত মুমিনুল

পপুলার২৪নিউজ  ডেস্ক:

7বিমানবন্দরে আনসার সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন টেস্ট দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।

শুক্রবার সকালে মুমিনুল হক নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন।

তিনি লেখেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’

জানা গেছে, সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুমিনুলের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।

এদিকে ফেসবুকে মুমিনুলের পোস্টটি ছড়িয়ে পড়লে তা নিয়ে অনলাইন ও অফলাইনে শুরু হয় ব্যাপক সমালোচনা।

মুমিনুল ভক্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

গত নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি ২০ ম্যাচে সুযোগ পাননি মুমিনুল। প্রথম টেস্টে খেলার সুযোগ পান তিনি। দুই ইনিংস মিলিয়ে ৮৭ রান করেন বাংলাদেশের ব্রাডম্যানখ্যাত মুমিনুল।

তবে পাঁজরে ব্যাথার কারণে ক্রাইস্টচার্চের শেষ টেস্টটি আর খেলার সৌভাগ্য হয়নি তার। ইনজুরির কারণে শেষ টেস্ট না খেলেই দেশে ফেরেন এই বাম-হাতি।

টেস্টে মুমিনুলের চারটি সেঞ্চুরিই দেশের মাটিতে। বিদেশে এখনও তার শতক নেই।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ