বিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেব:  শাহজাহান কামাল

পুলার২৪নিউজ প্রতিবেদক:বিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেব বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম শাহজাহান কামাল। মন্ত্রিত্ব পাওয়ার পর একদিন পর বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অনেক বদনাম শুনেছি। তবে বিমানকে লাভজনক করতে প্রয়োজনে রক্ত দেব। এ জন্য সবার সহযোগিতা চাই।

বুধবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান লক্ষ্মীপুরের এমপি একেএম শাহজাহান কামাল।

এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দিয়ে বিমান ও পর্যটনের দায়িত্ব দেয়া হয় শাহজাহান কামালকে।

দায়িত্বগ্রহণের পর বিমানমন্ত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে রাশেদ খান মেনন বলেন, বিমানের কিছু ব্যর্থতায় মন্ত্রণালয়ের সব অর্জন শেষ হয়েছে। এ জন্য সব সময় সতর্ক থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ খালেদা জিয়ার ৭ম দিনের মতো যুক্তি উপস্থাপন চলছে
পরবর্তী নিবন্ধ‘ব্যবসায়ীদের সঙ্গে রাজস্ব বোর্ডের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে’