কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন ইউএস-বাংলার জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ইউএস-বাংলার বারিধারা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে অনেক সময় অনেকেই নানা বিভ্রান্তিমূলক কথা বলছেন। ধারণার ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না।
কামরুল ইসলাম বলেন, ‘আমরা বারবার বলেছি আমাদের পাইলট, এয়ারক্রাফটের কোনো প্রবলেম ছিল না। গতকাল (বুধবার) নেপাল সিভিল এভিয়েশনের মহাপরিচালকও বক্তব্য দিয়েছেন যে -ইউএস-বাংলার কোনো সমস্যা ছিল না। এছাড়া বাংলাদেশ সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও গতকাল (বুধবার) সংবাদ মাধ্যমকে বলেছেন, পাইলট, এয়ারক্রাফটের কোনো প্রবলেম ছিল না।’
যেহেতু এটা একটি তদন্তাধীন বিষয় তাই আমরা তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত এটির সঠিক তথ্যের জন্য অপেক্ষা করব বলেও মন্তব্য করেন তিনি।
ইউএস-বাংলার এই জিএম বলেন, যেহুতু এটি একটি দুর্ঘটনা। তাই যাত্রীদের বলতে চাই- ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। বাংলাদেশি এয়ারলাইন্স সেবার ওপর বিশ্বাস-আস্থা রাখুন। যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আমাদের তত্ত্বাবধানে দেশে আনা হচ্ছে। সেইসঙ্গে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হবে। এছাড়া আহত আরেকজন ডা. রেজুয়ানুল হককে গতকাল (বুধবার) এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার দুজন আত্মীয়ের থাকা, আহতের চিকিৎসাসহ যাবতীয় বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি।
ইতোমধ্যে চিকিৎসকদের একটি টিম নেপাল গেছেন, তারা পর্যবেক্ষণ করে আমাদের যেমন নির্দেশনা দেবেন আমরা সেভাবেই ব্যবস্থা নেব বলেও জানান তিনি।