বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

চলছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিন আজ বুধবার (৯ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য ৪ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা) এর আয়োজনে ৭ এপ্রিল থেকে চলছে এ সম্মেলন। পুরস্কার প্রাপ্তরা হলো ওয়ালটন (দেশি বিনিয়োগকারী) বিকাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকস।

এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং কে সম্মান সূচক নাগরিকত্ব দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: ড. ইউনূস
পরবর্তী নিবন্ধজিডিপির প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশ হবে, বাড়বে মূল্যস্ফীতি