মেহের মামুন নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মুকসদপুর কামিল মাদ্রাসার ৮ জন শিক্ষক কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে ৬ জন শিক্ষক এবং ২জন কর্মচারী রয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী অশ্রুশিক্ত চোখে বিদায়ী শিক্ষক কর্মচারীদের বিদায় দেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আঃ মালেক মাওলানা, শিক্ষক মাওলানা মুকুল হোসেন মোল্লা, শিক্ষক কাওছার আলী মিয়া, শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, শিক্ষক মোঃ খন্দকার মাহাবুব,এবং কর্মচারী মোঃ মোক্তার সবদ্দার ও মোঃ আবুল বসাকে মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রুহুল আমীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লা, ভাইস প্রিন্সিপাল মাইনুদ্দীন মেল্লা, মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মাদ্রাসার শিক্ষক আবুল ফজল