স্পোর্টস ডেস্ক :
বিপিএলের ডংকা বাজতে শুরু করেছে। এরই মধ্যে ঘটা করে কোনো দলের প্রস্তুতি শুরু না হলেও ভেতরে ভেতরে কাজকর্ম এগিয়ে চলছে। নতুন মালিকানা, ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের কাজও প্রায় শেষ।
আজ শনিবার (৫ অক্টোবর) বিপিএলের সম্ভাব্য মালিকপক্ষের সাথে একান্তে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই বৈঠকে অংশ নিতে এসেছিলেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
খুব স্বাভাবিকভাবেই রংপুর রাইডার্স টিম ডিরেক্টরের কাছে উপস্থিত সাংবাদিকদের একগাদা প্রশ্ন; সাকিব আল হাসানকে নিয়ে রংপুর রাইডার্সের ভাবনা কী? তারা কি তাদের এক নম্বর তারকা সাকিবকে দলে রাখতে চান? সাকিবের খেলা নিয়েই বা রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা কী? সাকিবের রংপুরের হয়ে বিপিএল খেলার সম্ভাবনা আসলে কতটা?
উত্তরে অনেক কথার ভিড়ে রংপুর রাইডার্স টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম সোজা-সাপটা জানিয়ে দিয়েছেন, তিনি এবং রংপুর রাইডার্স নীতিগতভাবে ক্রিকেটার সাকিবকে দলে রাখতে, খেলাতে মুখিয়ে আছেন এবং তারা সাকিবকে খেলাতে আগ্রহী।
তবে বুঝিয়ে দিয়েছেন, সাকিবের ব্যাপারটা এখন আর শুধু তাদের মানে রংপুর ম্যানেজমেন্টের হাতে নয়। এমনকি বিপিএল কর্তৃপক্ষের হাতেও নেই। তিনি বুঝিয়ে দিয়েছেন, এটা সরকারের সর্বোচ্চ মহলের হাতে। রংপুর রাইডার্স টিম ডিরেক্টর তাকিয়ে আছেন বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দিকে। যেহেতু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিবকে দেশের মাটিতে বিদায় দেওয়ার কথা বলেছেন, তাই রংপুর রাইডার্সের চোখও ওই সিরিজের দিকে।
তিনি মনে করছেন সাকিব যদি দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ খেলতে পারে, তাহলে তার বিপিএল খেলার পথও হয়তো সুগম হবে। তাই রংপুর রাইডার্স কর্তার কথা, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তবে বিপিএলে খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই। এটা নির্ভর করবে যে সে সাউথ আফ্রিকা সিরিজে খেলছে কি খেলছে না। সাউথ আফ্রিকা সিরিজ খেলতে এলে হয়তো একটা রাস্তা বের হবে। আমরা বুঝতে পারব, পরিষ্কার ধারণা পাব। তিনি যদি সাউথ আফ্রিকা সিরিজে আসতে পারেন তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে। এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে, আমরা তো চাইছি রাখতে; কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে।’
রংপুর টিম ডিরেক্টরের জোর দাবি, তিনি বা রংপুর রাইডার্স ম্যানেজমেন্টই শুধু নয়, ‘সারাদেশের ক্রিকেট অনুরাগী সবাই চান ক্রিকেটার সাকিব বিপিএল খেলুন।’
তিনি কিকেটার সাকিবের পক্ষ নিয়ে আরও যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নেই।’
শাহনিয়ান তানিমের দাবি, ‘ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব নয়। ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’