স্পোর্টস ডেস্ক :
আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের এগারোতম আসর। তার আগে আলোচনায় ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যু। নতুন আসর শুরুর আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের টাকা না পাওয়ার অভিযোগ উঠেছিল। তাদের সেই বকেয়া অর্থ পরিশোধ করতে বিপিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাট বলেন, ‘বিপিএলের গত আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ও বিলম্বে পাওয়ার ব্যাপারে উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ এসেছে আমাদের কাছে এবং এর বেশিরভাগই এখনো মীমাংসিত হয়নি।’
টম মোফাট আরও বলেন, ‘আমাদের খেলায় এটি একটি চলমান বিস্তৃত সমস্যা এবং এই ধরনের সমস্যার অভিযোগ এখনো পাওয়া যাচ্ছে, যা হতাশাজনক। খেলাটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এ সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছি এবং তারা যেন খেলোয়াড়দের প্রাপ্য অর্থ দ্রুত পরিশোধের নিশ্চয়তা দেন।’
পারিশ্রমিক ইস্যু নিয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সচিব নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘পারিশ্রমিক বকেয়া ইস্যুটি সমস্যাটি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী বিষয়টি দেখছেন এবং তিনিই সঠিক উত্তর দিতে পারবেন। তবে ডব্লিউসিএ’র চিঠির বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।’
এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে তিনজন ক্রিকেটার আছেন যারা এখনো পারিশ্রমিক পাননি। তবে আমরা আশা করছি, দ্রুতই নিজেদের পারিশ্রমিক পাবেন তারা।’