বিপিএলকে আরও কয়েক ধাপ এগোতে হবে: মোহাম্মদ রিজওয়ান

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো মোহাম্মদ রিজওয়ানকে। ক্যামেরা ঠিকঠাক, বুম রাখার ডায়াস আসার অপেক্ষা তার।

এরপর ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন হলো। তারপরই এলো বিপিএল প্রসঙ্গ। এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই।
একই সময়ে দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় বড় তারকাও নেই খুব বেশি। যে ক’জন আছেন, রিজওয়ান তাদের একজন। বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ওই অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থান কোথায়?

এ নিয়ে পাকিস্তানি তারকা বলেন, ‘সত্যি বললে, অন্যান্য লিগের সঙ্গে তুলনায় আসতে হলে বিপিএলকে আরও কয়েক ধাপ এগোতে হবে। বিশ্বের সব প্রান্তে ভিন্ন কন্ডিশন। বিপিএলের কথা জিজ্ঞেস করলে, এখানে এশিয়ান কন্ডিশন। এখানে ভিন্ন কন্ডিশনের মোকাবিলা করতে হবে। আইএলটি২০, বিগ ব্যাশ অথবা দক্ষিণ আফ্রিকায়ও ভিন্ন কন্ডিশন। ’

‘তারা যদি বিশ্বকাপ অথবা এশিয়া কাপে আসে, ভিন্ন কন্ডিশনের সামনে পড়বে। বিপিএলের কন্ডিশন এমন কিছুই হবে। কারণ এটি বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় গেলে বাউন্সের সামনে খেলতে হবে। প্রতি বছর আল্লাহ্‌ প্রকৃতিতেও ভিন্ন কিছু তৈরি করে। তবে বিপিএলের উন্নতির জন্য আরও কয়েক ধাপ এগোতে হবে। ’

বিপিএল উন্নতির কথা বলা হচ্ছে বেশ অনেকদিন ধরেই। সাকিব আল হাসান গত আসরে বেশ সমালোচনা করেছিলেন আয়োজন নিয়ে। বিপিএলকে কয়েক ধাপ এগোনোর কথা বলছেন রিজওয়ানও। সেগুলো কী?

পাকিস্তানি তারকার জবাব, ‘দেখুন আমি (বিপিএল) কমিটিতে নেই। বিপিএল কয়েক ধাপ এগোবে। কারণ আমার মতে, তারা জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ছোট বোর্ড নয়। তারা জানে। বাংলাদেশের তাদের বড় বড় ক্রিকেটার আছে। অনেক বড় বড় দলের বিপক্ষে সিরিজ তারা জিতেছে। তো তারা জানে, কোথায় তারা উন্নতি করতে পারে। ’

পূর্ববর্তী নিবন্ধগ্র্যামি অ্যাওয়ার্ড আসরে বাংলাদেশের ২ শিল্পী
পরবর্তী নিবন্ধকলম্বো টেস্টে আফগানিস্তানকে ১০ উইকেটে হারালো শ্রীলঙ্কা