বিনামূল্যে চিকিৎসা সেবা পেল দাগনভূঞার তিন শতাধিক রোগী

পপুলার২৪নিউজ ডেস্ক:
গোলাম রহমান-ফেরদৌস আরা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ফেনীর দাগনভূঞার ওমরাবাদ মুন্সি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই দিনে তিন শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা। ক্যাম্পে নের্তৃত্ব দেন মুগদা সরকারী জেনারেল হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সিনিয়র সার্জন ডা. মো. গোলাম ফারুক।

সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরাবাদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও ওমরাবাদ জামে মসজিদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান। ফাউন্ডেশনের এমডি ও সাপ্তাহিক কলকন্ঠ’র সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল-মামুন ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও ওমরাবাদ জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ একরামুল হক একরাম, গজারিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত থেকে সার্বিক কর্মকান্ডে সহযোগীতা করেন মেজবাউল হক মেজবাহ, শুভ, ফারহান মাহতাব, পলাশ প্রমুখ।

দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দেন চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধ১৯ তম সংসদ অধিবেশন ৭ জানুয়ারি
পরবর্তী নিবন্ধচিকিৎসা শেষে বাসায় ফিরলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী